ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম ও বার্তা সম্বলিত পোস্টার ও প্যানা ঝুলিয়ে রাখা হয়েছে। এতে এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিদ্যালয়ে আসা লোকজন গেইটে ছবি সহ একটি পোস্টার দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ভিড় করেন এবং বিষয়টি থানায় জানান।
খবর পেয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, "বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কারা বা কোন উদ্দেশ্যে এটি টানিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পোস্টার জব্দ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।"
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য করা হয়ে থাকতে পারে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ওসি হুমায়ুন কবির আরও জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি রাতের কোনো এক সময় লাগানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"