close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও ভালুকা উপজেলা যুবদল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অনুমোদনহীন অফিসের দায়ভার তারা নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যত্রতত্র অফিস খোলা হলে তা যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে বিব..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। কিন্তু সম্প্রতি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের সাথে সম্পৃক্ত নন এমন কিছু ব্যক্তি নিজেদের মতো করে যুবদলের নামে অফিস উদ্বোধন করছেন। এদের মধ্যে অনেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল বা শ্রমিক দলের দায়িত্বশীল পদে থাকলেও যুবদলের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই।

এ পরিস্থিতিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও ভালুকা উপজেলা যুবদল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অনুমোদনহীন অফিসের দায়ভার তারা নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যত্রতত্র অফিস খোলা হলে তা যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে বিবেচিত হবে।

উপজেলা যুবদল থেকে বলা হয়েছে, যদি কোথাও নতুন অফিস খোলার প্রয়োজন হয় তবে অবশ্যই উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে পরামর্শ করতে হবে। একইসাথে স্থানীয় বিএনপি নেতৃত্বের সাথে সমন্বয় করে অফিস গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল ও সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল বলেন, “যুবদলকে বিভ্রান্ত বা বিতর্কিত করার যে কোনো উদ্যোগ আমরা কঠোরভাবে প্রতিহত করবো। সংগঠনকে সঠিক পথে রাখতেই এ সতর্কবার্তা।”

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার নেতারা আরও জানান, দলে শৃঙ্খলা রক্ষা এবং অযাচিত বিভ্রান্তি এড়াতে এই অবস্থান নেয়া হয়েছে।

No comments found