ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার পাড়াগাঁও গ্রামের বাসিন্দা আবুল কাশেম ও তার পরিবার। রবিবার (১৭ আগস্ট) সকালে নিজ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আবুল কাশেম অভিযোগ করেন, স্থানীয় খোরশেদ ঢালীর নেতৃত্বে রিপন খাঁ, সুমন খাঁ, আমিনুল ও নাসিরসহ কয়েকজন ব্যক্তি তাদের বসতভিটার গাছ কাটার চেষ্টা চালায় এবং দীর্ঘদিন ধরে জমি দখলের অপচেষ্টা করে আসছে। ঘটনার পর প্রভাবশালী মহল মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে তার পরিবারকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার করছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় যুবলীগ নেতা রফিক ও খোরশেদ ঢালীর নেতৃত্বে তার জমি দখল করে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, নির্যাতন ও প্রাণনাশের হুমকির শিকার হতে হয়েছে।
সংবাদ সম্মেলনে আবুল কাশেম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, "আমরা ন্যায়বিচার চাই। আমার পরিবারের নিরাপত্তা ও দখলকৃত জমি ফেরত পেতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।"
এ সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।