close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকায় ফিশারিতে মুরগির নাড়িভুড়ি ব্যবহারে জরিমানা ও কারাদণ্ড..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সহকারী কমিশনার জানান, “মাছের খামারে পচা ও মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি ফিশারিতে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে ফিশারির ম্যানেজারকে কারাদণ্ড এবং ফিশারির মালিকপক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকালে ভালুকা উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারা অনুযায়ী ফিশারির ম্যানেজার শাহজাহান সরকারকে ৭ (সাত) দিনের কারাদণ্ড এবং মালিক মজিবর মল্লিকের ফিশারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার জানান, “মাছের খামারে পচা ও মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Không có bình luận nào được tìm thấy