ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্রাদার্স ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, প্রফেসর হাদিসুর রহমান সহ ব্রাদার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্রাদার্স ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করছে। আগামীতেও ক্লাবটি সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।