ভালুকায় বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক ওষুধসহ ২ জন আটক
সজীব আহমেদ প্রতিনিধি
ভালুকা ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও যৌন উত্তেজক ওষুধসহ দুইজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫:৪৫ মিনিটের দিকে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীর কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ, ২৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন হালুয়াঘাট উপজেলার কালিয়াকান্দি গ্রামের শামছুল হকের ছেলে সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোড়া গ্রামের নবাব আলী ফকিরের ছেলে মুহাম্মদ আলী (৬২)।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওসি হুমায়ুন কবীর ভালুকা মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক ও অপরাধ দমনে একের পর এক সফল অভিযান পরিচালিত হচ্ছে। তার সাহসী নেতৃত্ব ও কঠোর অবস্থানের কারণে ভালুকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওসির এই ধরনের উদ্যোগে তারা বেশ স্বস্তিতে রয়েছেন।