close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় বাসস্ট্যান্ড ঘিরে অবৈধ দখল উচ্ছেদে নামছে পৌর পুলিশ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ এক বার্তায় জানান, “আমরা চাই একটি সুন্দর, পরিচ্ছন্ন পৌরসভা। ভালুকাকে যানজটমুক্ত ও বাসযোগ্য করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা ঘিরে দীর্ঘদিনের যানজট ও অবৈধ দখলদারিত্ব প্রতিরোধে মাঠে নামছে পৌর পুলিশ। আগামীকাল (মঙ্গলবার) থেকে ৮ সদস্যের একটি বিশেষ দল এই কার্যক্রমে অংশ নেবে।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)-এর যৌথ উদ্যোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূল লক্ষ্য বাসস্ট্যান্ডের চারপাশ থেকে অবৈধ দখল সরিয়ে চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমানো।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ এক বার্তায় জানান, “আমরা চাই একটি সুন্দর, পরিচ্ছন্ন পৌরসভা। ভালুকাকে যানজটমুক্ত ও বাসযোগ্য করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।”

এদিকে স্থানীয়রা বলছেন, প্রতিদিন সকাল-বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট ও হকারদের কারণে সড়ক প্রায় অচল হয়ে পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রী ও পথচারীরা। পৌর পুলিশের এ পদক্ষেপে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

প্রশাসন জানিয়েছে, নিয়মিত নজরদারি চালানো হবে। কাউকে অবৈধভাবে সড়ক দখল করতে দেয়া হবে না।

No comments found