ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন, পৌর ফুটবল টুর্নামেন্টে ভালুকা পৌরসভা বনাম মল্লিকবাড়ি ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধীতপুর মাঠে অনুষ্ঠিত এই খেলায় ২-১ গোলের ব্যবধানে বিজয়ী হয় ভালুকা পৌরসভা টিম।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন।
প্রসঙ্গত, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২টিম এবং ৫টি মহিলা টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্তত ৩০টি মাঠ সংস্কার করে সেখানে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্ট বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগনের মাঝে এক বিশাল সেতুবন্ধন হিসেবে কাজ করছে।