বগুড়ার জেলার শিবগঞ্জে উপজেলায় বৃহস্পতিবার (১ মে) যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালন করা হয়। দিবসটি ঘিরে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকাল থেকেই উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন কমিটি, শিবগঞ্জ উপজেলা মহিলা শ্রমিকদল, উপজেলা পোল্ট্রি ফার্ম শ্রমিক ইউনিয়ন, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, উপজেলা দোকান ও বানিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, চককানু বাসস্ট্যান্ড হাট লেবার ইউনিয়ন, উপজেলা ডেইরী খামার শ্রমিক ইউনিয়ন এবং উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালিগুলো শিবগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
উক্ত র্যালি শেষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সেখানে শ্রমিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার, নিরাপদ এবং ন্যায্য মজুরির বিষয়ে আলোচনা ও বক্তব্য রাখেন। বক্তারা বলেন , শ্রমিকদের অধিকার রক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে তবেই একটি দেশ ও জাতি এগিয়ে যেতে পারে।
দিনব্যাপী এই কর্মসূচিগুলোর মাধ্যমে শ্রমিকদের অবদানকে স্মরণ করা হয় এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।