বগুড়ায় ৭ লক্ষ টাকার জালনোট সহ ১ যুবককে গ্রেফতার করেছে মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত বুধবার ২৭শে আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে শিবগঞ্জের মোকামতলা মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (৩৯)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন , গোপন সংবাদের ভিত্তিতে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগে রাখা ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জালনোট ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, জালনোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।