close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার আদমদীঘি উপজেলার  সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। গত সোমবার(২৫শে আগষ্ট)সকাল থেকে রেলওয়ে ভূসম্পদ বিভাগ এই অভিযান পরিচালনা করে। অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এ সময়।

অভিযানে অংশ নেয় জিআরপি থানা পুলিশ, ফাঁড়ি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও সান্তাহার রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্টেশন এলাকার আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট রেল চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছিল। যাত্রীদের ভোগান্তি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রেলওয়ের কর্মকর্তারা জানান, সরকারি জমি কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না। ধাপে ধাপে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

No comments found