সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিজ শয়নকক্ষে তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দেন বলরাম। কিছুক্ষণ পর তার মা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বলরামের মরদেহ দেখতে পান। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আত্মহত্যা নিয়ে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।”



















