close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় আত্মসাৎকৃত চাল উদ্ধার গ্রেফতার তিন 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ায় প্রতারণামূলক ভাবে আত্মসাৎকৃত  ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাউল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনয় জরিত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার(২২ আগস্ট) রাত ৮ টার দিকে বগুড়া ডিবি পুলিশ বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কেরবান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- প্রতারণার চক্রের মূলহোতা ট্রাকচালক মোঃ আব্দুর রশিদ(৫২), ট্রাকের হেলপার মোঃ সোহেল রানা(৩১) এবং তাদের সহযোগী মোঃ রঞ্জু(৩১)। উদ্ধারকৃত চাউলের ওজন প্রায় ১৫,০০২ কেজি। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান,গত ১৯ আগস্ট দিনাজপুরের হিলি এলাকা থেকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারী চাউল ঢাকার আশুলিয়া নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভারা করা হয়। কিন্তু ওই ভারাকৃত ট্রাকের চালক ও হেলপার ট্রাকসহ চাউল আত্মসাৎ করে পালিয়ে যায়। এ ঘটনায় ২২ আগস্ট দিনাজপুরের দেলোয়ার হোসেন নামে এক পরিবহন ব্যবসায়ী বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার পরেই জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তিনি আরও জানান,গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন,দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক পরিবহনের নামে বিভিন্ন পণ্য আত্মসাৎ করে আসছিলেন।তাদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধ ৬টি, রশিদের বিরুদ্ধে একটি ও সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা পূর্ব থেকেই বিচারাধীন রয়েছে। শনিবার ২৩শে আগস্ট দুপুরে গ্রেফতারকৃত তিন আসামীকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

No comments found