close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ স্বামী- স্ত্রী  গ্রেফতার..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে  সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর -ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার অধিনায়কের দিকনির্দেশনায়, গত শনিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে রংপুর - ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ২টি স্মার্ট মোবাইল, ১টি বাটন মোবাইল, ৪টি সিম ও নগদ ৫,৪৮০/- টাকা জব্দ করা হয়।     
গ্রেফতারকৃতরা হলো, মোঃ শফিকুল ইসলাম লিপটন (৫৪), পিতা-মৃত সোহরাব আলী আহম্মেদ, মোছাঃ আয়েশা আক্তার সুমি (৪৩), স্বামী মোঃ শফিকুল ইসলাম লিপটন, উভয়ের স্থায়ী সাং নাগেশ্বরী কাজীমার্কেট, ওয়ার্ড-৩, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, বর্তমান সাং শালবন মিস্ত্রীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।

No comments found