বগুড়ায় পলিথিনের গোডাউনে ডিবির অভিযান, বিপুল পরিমাণ পলিথিন উদ্ধারপূর্বক জব্দ ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া শহরের কালিতলায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা  (ডিবি) পুলিশ।
রবিবার ১৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কালিতলা এলাকায় ঝর্ণা হোমিও হলের পূর্ব পাশে ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন মুরাদ, রাম, সাত্তার ও হেলালের গোডাউনে এ অভিযান পরিচালনা করে ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ডিবি পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বগুড়া শহরের রাঘব বোয়ালদের কালো থাবার আড়ালে পলিথিনের অবৈধ ব্যবসা চালু রয়েছে। এমনকি শহরের অলি-গলি থেকে শুরু করে বড় বড় গোডাউন পর্যন্ত নিষিদ্ধ পলি আনাছে-কানাছে ভরে রয়েছে। অভিযানে উদ্ধারকৃত পলিথিন জব্দ করে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
সচেতন মহল মনে করে, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের ব্যবসায়ীর বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকা জরুরি। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যেন মাঝপথে এমন অভিযান বন্ধ হয়ে না যায়। স্থানীয় বলেন, আইন থাকলেও বছরের পর বছর পলিথিন ব্যবসা বন্ধ হচ্ছে না। বড় বড় ব্যবসায়ীদের প্রভাবের কারণেই ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব চলছে। ডিবি পুলিশের অভিযান যদি নিয়মিত হয়, তবে শহরকে অন্তত কিছুটা হলেও পলিথিনের কালো থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।

No comments found