close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়ার নন্দীগ্রামে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে জরিমানা

Md Hasan avatar   
Md Hasan
বগুড়ার নন্দীগ্রামে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।....

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি  :

বগুড়ার নন্দীগ্রামে দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানের মালিক কে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি মোড় এলাকায় এক মুদিখানার দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিক বেলাল হোসেনকে বাংলাদেশ ধূমপান ও তামাকজাত দ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে তিন হাজার টাকা জরিমানা করেন। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন আইনত নিষিদ্ধ। আইন লঙ্ঘনের কারণে ওই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। 

 

এলাকাবাসী সুত্রে জানা যায়, কৈগাড়ি মোড় এলাকায় দীর্ঘদিন যাবত আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রয় করা হচ্ছে।

 

 এছাড়াও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের বিষয় জানা যায়, নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে নিয়মিত সিজার অপারেশন করা হচ্ছে। এর আগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হলেও পুনরায় চালু করা হচ্ছে।

 

 নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারি টোলচার্ট ছাড়া অতিরিক্ত ইজারা আদায় করতেছে হাট কর্তৃপক্ষ ও নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসট্যান্ড এলাকায় সিএনজি চালকদের কাছ হতে চাঁদা নেওয়া হচ্ছে। বিভিন্ন দই ও মিষ্টির কারখানাসহ দোকানগুলোর প্রতি উপজেলা প্রশাসনের নজর রাখা দরকার বলে জানিয়েছেন অনেকেই।

 

জনসার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু'র সু-দৃষ্টি কামনা করেছেন জনগণ।

Nenhum comentário encontrado