close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে কিশোর গ্যাংয়ের ছু.রিকা.ঘা.তে যুবক আ.হ.ত..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়া শহরের এসেনসিয়াল ড্রাগস মেইন গেটের সামনে মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছু.রি.কাঘা.তে এক যুবক আহ.ত হয়েছেন।..

 

 

আ.হত যুবকের নাম মো. আঃ রাফি (১৯)। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া মোল্লাপাড়ার রফিকুল ইসলামের পুত্র।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য রাফির ওপর হাম.লা চালায়। এক পর্যায়ে তারা রাফির মাথায় ছু.রিকা.ঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা র.ক্তা.ক্ত অবস্থায় আহত রাফিকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Aucun commentaire trouvé


News Card Generator