close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন।

Md Borhan Uddin avatar   
Md Borhan Uddin
বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।..

 

স্টাফ রিপোর্টার:মোঃ বোরহান উদ্দিন 

 

 

বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার হারেজ ড্রাইভারের ছেলে ট্রাকচালক আবদুর রশিদ, একই উপজেলার কৈগাড়ীর শাহজাহান আলীর ছেলে চালকের সহকারী সোহেল রানা ও শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের হবিবর কসাইয়ের ছেলে রঞ্জু।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, দিনাজপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ২২ আগস্ট সদর থানায় লিখিত অভিযোগ করেন। ১৯ আগস্ট আসামিরা দিনাজপুরের হিলি থেকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারি চাল’ ঢাকার আশুলিয়ায় পৌঁছে দেওয়ার নামে সাড়ে ১৭ হাজার টাকা ভাড়ায় চুক্তি করেন। চালের মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। ২০ আগস্ট রাতে তারা চালভর্তি ট্রাক নিয়ে রওনা দেন। কিন্তু তারা চাল গন্তব্যে পৌঁছে না দিয়ে বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন।

 

ডিবির কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল পরিবহণের চুক্তি নিয়ে তা আত্মসাৎ করে আসছিলেন। আসামিদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ছয়টি, আবদুর রশিদের ও সোহেল রানার বিরুদ্ধে একটি করে মামলা বিচারাধীন। তাদের শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments found