বরগুনার বেতাগীতে আশা এনজিও'র কাউনিয়া ব্রাঞ্চে কর্মরত জুনিয়র লোন অফিসার মরিয়ম বেগম(২৬) স্বামী মেশারেফ হোসেন কালেকশন শেষে প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা সহ অটোযোগে কাউনিয়া যাচ্ছিলেন তিনি। পথে অটোচালকসহ এক কিশোর ছেলে মিলে মরিয়মকে চেতনা নাশক স্প্রে- সাহায্যে অজ্ঞান করে দক্ষিন করুনা গ্রামের জনৈক মাহাবুব এর বাড়ির পাশে ফেলে রেখে টাকার ব্যাগ নিয়া যায়।
এলাকার লোকজন মরিয়মকে চিনতে পেরে আশা এনজিও'র কাউনিয়া অফিসে জানায়। পরে মরিয়মকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, এবিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।