close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেগম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের দোয়া ও মিলাদ....

Rakibul Islam avatar   
Rakibul Islam
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।....

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদল, সিরাজগঞ্জের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। আমরা সবাই তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তি কামনা করি।”

দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহাব, সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ্‌ সরদার ও সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির) প্রমুখ।

রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আহের আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা রং মিস্ত্রি জাতীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক রানা শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক নূর মোহাম্মদসহ আরও অনেকে। 

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরে বলেন, তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দোয়া মাহফিলে তাঁর সুস্থতা ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রতিবছরই তারা নানা কর্মসূচি পালন করেন। এবারের আয়োজনও ছিলো ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

No comments found