close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বদলগাছী সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
নওগাঁর বদলগাছীতে সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত হয়েছে। শহীদুল ইসলাম সভাপতি ও মো. ফিরোজ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।..

নওগাঁ জেলার সাংবাদিক সংস্থা বদলগাছীর নবগঠিত দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ জুলাই শুক্রবার সকালে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম, যিনি গণসংবাদ ও ডেইলি ট্রাইবুনালের সাথে যুক্ত। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ হোসেন, যিনি দৈনিক গণমুক্তির সাথে যুক্ত।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি মো. ফারুক হোসেন। আলোচনায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ১১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. ফারুক হোসেন, যিনি রাজশাহী সংবাদে কর্মরত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ফরহাদ হোসেন, দৈনিক জনতার খবরের সাথে যুক্ত, দায়িত্ব পালন করবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ আশিক, অর্থ সম্পাদক মো. রুবেল হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া  সম্পাদক মো. পিন্টু হোসেন, নির্বাহী সদস্য হিসেবে আব্দুর রউফ, আবু হোসেন এবং সাধারণ সদস্য হিসেবে বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মো. মিঠু হাসান, মো. আবু রায়হান, মাহবুব আহসান হাবিব শিপলু সংস্থায় যুক্ত থাকবেন।

আলোচনা সভায় বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই কমিটির নেতৃত্বে সাংবাদিক সংস্থা বদলগাছী আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে। তারা পেশাদারিত্ব, নৈতিকতা ও ঐক্যবদ্ধ চেতনার ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটির এই ঘোষণায় নওগাঁ জেলার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সঞ্চারিত হয়েছে।

নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ এবং সংস্থার উন্নয়নে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই কমিটির নেতৃত্বে সাংবাদিক সংস্থা বদলগাছী অঞ্চলের সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করবে এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক সাংবাদিকতা চালিয়ে যাবে।

No se encontraron comentarios