বাঁশখালীতে জামাত বিএনপির সংঘর্ষে আহত-১০
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে গত ২৬ আগস্ট বিকালে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সূত্রপাত হয় পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসায়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদ সকলের সম্মতিক্রমে মাদ্রাসায় রাজনীতি নিষিদ্ধ করলেও নিয়মিত শ্রেণিকক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন ছাত্র শিবিরের কর্মীরা। এতে ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসার সুপারকে একাধিকবার অভিযোগ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকালও কোরআনের তামিলের নামে শ্রেণিকক্ষে কার্যক্রম চালানো হচ্ছিল। শিক্ষার্থীরা বিষয়টি জিজ্ঞেস করতে গেলে ছাত্র শিবিরের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদলের ছেলেরা তাদের উপর অর্তকিত হামলা চালিয়েছে।মাদ্রাসা থেকে সংঘর্ষের রেস চলে আসে মোশাররফ আলী মিয়ার বাজারে।সেখানে দফায় দফায় চলে সংঘর্ষ।
সংঘর্ষে বিএনপির পন্থী নয়ন মনি, তানভির হায়দার, ইফতি এবং জামায়াতের রাকিব, আকিব, সামশেদসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওসি সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।