close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাঁশখালীতে চাল বিতরণে অনিয়ম,দুই ডিলারকে জরিমানা

Mohammad Wazad avatar   
Mohammad Wazad
****

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। গত বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এবং ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহ দোকান এলাকায় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি দেখতে পান যে, নাপোড়া বাজারে চারজন উপকারভোগীর জন্য নির্ধারিত চালের পরিমাণ থেকে ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, মাস্টার রোলের ভরা বস্তা এবং খালি বস্তার হিসাবেও অসঙ্গতি রয়েছে। এই অপরাধে ডিলারকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বলেন,সমাজের নিম্নআয়ের লোকদের জন্য সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। কিন্তু এ ধরনের অনিয়ম কর্মসূচির মূল লক্ষ্যকে ব্যাহত করে।"চাল বিতরণের ক্ষেত্রে ওজনে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। সতর্ক থেকে নিয়ম মেনে সঠিকভাবে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

No comments found