ঢাকার মিরপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল (২২ জুলাই) মুখোমুখি হয় বাংলাদেশ এবং পাকিস্তান। টসে জিতে সফরকারীরা স্বাগতিকদের প্রথমে ব্যাট করতে পাঠায়।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানের ছোট পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় সবকটি উইকেট হারিয়ে। ২৮ রানে ৪ উইকেট পতনের পরও বিপর্যয়ের মধ্যে দলের পক্ষে জাকের আলী সর্বোচ্চ ৫৫ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন ৪৮ বলের মোকাবেলায়। তার ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কার মার। এছাড়া শেখ মেহেদি করেন ২৫ বলে ২টি ছক্কাসহ ৩৩। পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়েল এবং আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট পান।
জবাবে পাকিস্তান ১৯.২ ওভারে ১২৫ রান তুলে অলআউট হয়ে যায়। মাত্র ৩০ রানে যখন দলের ৬ উইকেট পড়ে যায়, তখন ব্যাটিংয়ে নেমে ফাহিম আশরাফের মাত্র ৩২ বলে ৪টি চার ও ৪টি ছয়ের সহায়তায় ৫১ রানের লড়াকু ও মারকুটে ইনিংসটিই ছিল উল্লেখযোগ্য। স্বাগতিকদের পক্ষে শরিফুল ইসলাম ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি এবং তানজিম সাকিব ও শেখ মেহেদি নেন ২টি করে উইকেট।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের জাকের আলী অনিক।