বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ১৫ই আগস্ট বিকেল ৫ ঘটিকায় উপজেলা মেইল বাস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি মোঃ তালাশ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি কবির আহমেদ সাবু, সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু কমল সরকার কাজল, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম বাবু, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সদস্য শ্রী গৌতম কুমার বসাক সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।