বাগেরহাট প্রতিনিধি।
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এরসার্বিক সহযোগিতায়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক ও নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে রবিবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের, নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তার উপর ভিত্তি করে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায়, মিডিয়া পার্টনার দৈনিক প্রবাহের আয়োজনে দৈনিক প্রবাহ ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহযোগিতায়
সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক ও নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মশালারং মূল লক্ষ্য ছিল , নিউজ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক, নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। কিভাবে সংবাদ প্রকাশ করলে নারীরা সুরক্ষিত থাকবে এ সকল বিভিন্ন বিষয় এডভোকেসি প্রোগ্রাম খুলনা সহ আশপাশের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (BFUJ) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান এতেশামুল হক শাওন, ইন্ডিপেন্ডেন্ট টিভি রিপোর্টার এ এইচএম শামীমুজ্জামান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক প্রথম আলো রিপোর্টার উত্তম মন্ডল ।
এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিতকরণ করেন এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এবং এ সময় উপস্থিত ছিলেন রেখা মারীয়া বৈরাগী, নির্বাহী পরিচালক ধ্রুব। প্রধান অতিথির বক্তৃতায় এতেশামুল হক শাওন বলেন,সাংবাদিকদের নিয়োগ পত্র নেই, ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না,নারী সাংবাদিকবৃদ্ধি ও নারী সাংবাদিকদের তথ্যের প্রবেশ অধিকার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে হবে। সমাপনী বক্তৃতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান বলেন,গাজীপুর সহ সারাদেশে সাংবাদিকের উপর হামলা ও হত্যার প্রতিবাদে আগামী ১৩ ই আগস্ট বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি মানববন্ধন এর আয়োজন করেছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ৯০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ২০২৪ সালে, এক বছর পূর্ণ হতেই সংগঠনটি সারা বাংলাদেশে সাংবাদিকদের চাহিদার ভিত্তিতে আগামী জুলাই মাসে নতুন
সদস্যদের জন্য ফরম বিতরণ করবেন। এর আগে শুভেচ্ছা বক্তব্য এ সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির বলেন , বাংলাদেশ জার্নালিস প্রটেক্ট কমিটি নিয়ে ইতিমধ্যেই ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল১৯ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের নিউজলেটারে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি সহ বিভিন্ন সংবাদ প্রচার করে। প্রথমের জার্নালিস্ট প্রটেক্ট কমিটি দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক জার্নালিস্ট প্রটেক্ট কমিটিতে রূপ নেবে এমনটাই প্রত্যাশা আমাদের বলে জানান সাধারণ সম্পাদক। এসময় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন জেলা-উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।