close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না”— সমালোচনায় সালাউদ্দিন..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বর্তমানে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছেন..

গত বছরের নভেম্বরে এই দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট। সে সফরে দলের সঙ্গে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ না থাকায় ব্যাটারদের নিয়ে কাজ করার বাড়তি দায়িত্বও তাকে নিতে হয়। এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজেও একই ভূমিকায় কাজ করছেন তিনি।

তবে ব্যাটিং ইউনিটের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সম্প্রতি নানা প্রশ্ন উঠেছে। এসব সমালোচনার মুখে মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হন সালাউদ্দিন। খোলামেলা আলাপে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন এই অভিজ্ঞ কোচ।

তিনি বলেন, “আমি যদি কালকে থার্টিন (অনূর্ধ্ব-১৩) দলে কোচিং করতে যাই, তাতেও আমার কোনো সমস্যা নেই। কোথাও লেখা নেই যে আমি শুধু জাতীয় দলের কোচ। এতে আমার কোনো অহং নেই, চিন্তাও করি না।”

জাতীয় দলের চাকরিকে তিনি ব্যক্তিগত অধিকারের জায়গা থেকে দেখেন না। বরং পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়নকে স্বাভাবিক বলেই মনে করেন। সালাউদ্দিন বলেন, “বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি, তাহলে সমালোচনা হবে— এটা খুবই স্বাভাবিক। ভালো করলে প্রশংসা পাবো, খারাপ করলে সমালোচনা— এটাকেই আমি বাস্তবতা হিসেবে মেনে নিই।”

নিজের দায়িত্ববোধ সম্পর্কে তিনি বলেন, “আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করছি কি না, সততার সঙ্গে কাজ করছি কি না— সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যদি বোর্ড মনে করে আমি ভালো করছি না, তাহলে আমাকে সরিয়ে দেবে। এতে আমার কোনো আপত্তি নেই।”

চাকরি নিয়ে ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করেন না বলেও জানান তিনি। তার ভাষায়, “আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেকেই হয়তো এমন চাপ নিতে পারে না, ভেঙে পড়ে। কিন্তু আমার তা হয় না। আর এমন না যে আমাকে এই চাকরিটা করতেই হবে। আমার করার মতো আরও অনেক কিছু আছে। আমি নিজে চেয়ে এই দায়িত্ব নিইনি— কেউ এসে বলেছে, আপনি এই দায়িত্ব নিন।”

ব্যাটিং ব্যর্থতার মধ্যে থেকেও নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী সালাউদ্দিন স্পষ্ট করে জানিয়ে দিলেন— দায়িত্বে থাকাকালীন সৎ ও নিবেদিত থাকার দিকেই তার প্রধান মনোযোগ।

No comments found