এমন এক শোকের পরিস্থিতিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মর্মান্তিক এই ঘটনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কিছু প্রশংসনীয় উদ্যেগ নিয়েছে বিসিবি। আজকের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে দুই দল ই। এছাড়া শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
নিহতদের স্মরণে ম্যাচ চলাকালীন আজকে স্টেডিয়ামে কোনো ধরণের সংগীত বাজানো হবে না। উল্লেখ্য, গতকাল সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।