কামরুল হাসান, শেরপুর (বগুড়া)
বগুড়া জেলার শেরপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার কয়েক লক্ষ মানুষের দুঃখের লাঘবের জন্য বাংলালী নদীতে নির্মিত হতে যাচ্ছে ৫শ মিটার দীর্ঘ সেতু। ‘কনসালট্যান্ট অকশন হাই-টেক ব্রিজ ইনফ্রা রুরাল বাংলাদেশ’ শীর্ষক একটি বৃহৎ প্রকল্পের আওতায় সারা দেশের গ্রামীণ সড়ককে উন্নয়নের অন্তর্ভুক্তকরণ। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি।
এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের (ছোনকা থেকে শ্যামপুর) সড়কের বাংলালী নদীর উপর নির্মিত হতে যাচ্ছে একটি ৫শ মিটার দীর্ঘ সেতু। এটি প্রকল্পের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপুর্ণ সেতু হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যেই চীনদেশীয় আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের দু’জন প্রতিনিধি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এলাকা পরিদর্শন করেছেন। প্রকল্পের পরিচালক দায়িত্বে রয়েছেন প্রকল্প পরিচালক মো. এহতেশাম আলী।
চীনা প্রতিনিধিদের সঙ্গে যৌথ সাইট পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচিতে নেতৃত্ব দেন এলজিইডির বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম, সিরাজগঞ্জের সহকারী প্রকৌশলী শাহ মো. শহিদুল হক, শেরপুর উপজেলার প্রকৌশলী মো. আবুল হাসান এবং উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণমানুষ উপস্থিত ছিলেন।