বান্দরবানে পলিথিন ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনে মোবাইল কোর্টের জরিমানা..

MD Hasan avatar   
MD Hasan
ছবি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা।

বান্দরবান প্রতিনিধি:

মোঃ হাসান


অদ্য ০৭ আগস্ট ২০২৫ তারিখ, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, বান্দরবান এর যৌথ উদ্যোগে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী,তুলাতুলী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং নিরাপদ খাদ্য আইন এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে এক দোকানিকে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ১.৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামণি। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
এছাড়াও অভিযানে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Aucun commentaire trouvé