বান্দরবান প্রতিনিধি :মোঃ হাসান
১৭ আগস্ট ২০২৫
বান্দরবান শহরে স্থানীয় এক ব্যবসায়ীকে ধাক্কা মেরে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকার প্রায় পুরোটা।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পাহাড়িকা পেট্রোল পাম্প থেকে ২ লাখ ১৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী নিখিল কান্তি দাশ। উজানীপাড়ার পথে পৌঁছালে লুঙ্গি পরিহিত খালি গায়ে এক দুর্বৃত্ত তাকে ধাক্কা দিয়ে ফেলে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরদিন সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে’র নেতৃত্বে ওসি মো. মাসুদ পারভেজের সমন্বয়ে একটি বিশেষ টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিকে শনাক্ত করা হয়।
এরপর ১৭ আগস্ট ভোরে কক্সবাজার জেলার চকরিয়ার খুটাখালী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন ওরফে সাজু (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী বান্দরবান সদর থানার ইসলামপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সাফল্যের কথা জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।