বরিশালের বানারীপাড়ায় ২০ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল ১০টায় পৌরসভার প্রাণকেন্দ্রে মাহমুদিয়া আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম। সভাটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম ফকির।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা। তিনি বলেন, "স্বেচ্ছাসেবক দল একটি গুরুত্বপূর্ণ অংশীদার বিএনপির আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে। এই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিজয় অর্জনের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহমুদিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এ ধরনের আয়োজন রাজনৈতিক সংগঠনের জন্য কেবল তাদের ঐতিহ্য ও ইতিহাসকে স্মরণ করাই নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে। এ ধরনের অনুষ্ঠানগুলো দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সহায়ক।