close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‎বাকৃবির অধ্যাপক এর ন্যাক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ‎....

Md Shafiullah avatar   
Md Shafiullah
****

 

‎আজ শুক্রবার(১লা আগস্ট), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। 

‎বিক্ষোভ মিছিল-টি রাত ০৯:৪৫ মিনিট এ ছাত্র হল হাপাসির সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবন প্রদক্ষিন করে বিজয়-২৪ চত্বরে গিয়ে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “আমার ভিসির অপমান, মানি না মানবো না, আমার ভিসির অসম্মান,মানি না মানবো না,ভিসির অপমান করে যারা, শিক্ষার শত্রু তারা” সহ আরও বিভিন্ন স্লোগান এর মাধ্যমে প্রতিবাদ ব্যক্ত করে। 

‎প্রতিবাদ সমাবেশে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন পবিপ্রবি শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময় বলেন, “আমাদের মাননীয় ভিসি স্যার আমাদের অভিভাবক। আমরা সবসময় আমাদের ভিসি স্যার এর সাথে আছি। বাকৃবির একজন অধ্যাপক, একজন জ্ঞানী ব্যাক্তিত্ব হয়ে কীভাবে এমন ন্যাক্কারজনক মন্তব্য করতে পারলেন আমরা তার সুষ্ঠ বিচার চাই। অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার কে জনসম্মুখে আমাদের মাননীয় ভিসি স্যার এর কাছে ক্ষমা চাইতে হবে।

‎ডিভিএম ডিসিপ্লিনের ২১ব্যাচ এর শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি বলেন,“ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বাকৃবির অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্যার এর আমাদের মাননীয় ভিসি স্যার এর বিরুদ্ধে এমন ঘৃণিত মন্তব্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। আমরা চাই অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভিসি স্যার এর কাছে ক্ষমা চেয়ে স্টাটাস দিবেন।”

‎উল্লেখ্য, গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) পবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে নিয়ে বাকৃবির অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

No comments found