close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাইক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
চট্টগ্রাম নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন আবারও প্রমাণ করলো যে তারা শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং সাধারণ মানুষের দুঃসময়ের পাশে থাকা একটি আস্থার নাম।..

সম্প্রতি ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভয়াবহ এক বাইক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ছাত্র সজীব নিহত হয় এবং অপর ছাত্র শাহীন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পরপরই পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।

সংগঠনের পক্ষ থেকে নিহত সজীবের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত শাহীন-এর চিকিৎসার জন্য ৫০ হাজার দুইশত বিশ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সর্বমোট ৬০ হাজার দুইশত বিশ টাকা (৳৬০,২২০/-) সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগ্রহ করে উভয় পরিবারকে প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন,
“আমরা সবসময় চেষ্টা করি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। এই সহায়তা কোনো ক্ষতিপূরণ নয়, বরং মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য প্রচেষ্টা। ভবিষ্যতেও পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন মানুষের আস্থার জায়গা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে যারা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আহত শাহীন-এর দ্রুত সুস্থতা ও নিহত সজীবের রুহের মাগফেরাত কামনা করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। তারা আশা প্রকাশ করেন, পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন ভবিষ্যতেও এভাবেই সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

No comments found