সম্প্রতি ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভয়াবহ এক বাইক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ছাত্র সজীব নিহত হয় এবং অপর ছাত্র শাহীন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পরপরই পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।
সংগঠনের পক্ষ থেকে নিহত সজীবের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত শাহীন-এর চিকিৎসার জন্য ৫০ হাজার দুইশত বিশ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সর্বমোট ৬০ হাজার দুইশত বিশ টাকা (৳৬০,২২০/-) সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগ্রহ করে উভয় পরিবারকে প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন,
“আমরা সবসময় চেষ্টা করি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। এই সহায়তা কোনো ক্ষতিপূরণ নয়, বরং মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য প্রচেষ্টা। ভবিষ্যতেও পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন মানুষের আস্থার জায়গা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।”
এ সময় সংগঠনের পক্ষ থেকে যারা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আহত শাহীন-এর দ্রুত সুস্থতা ও নিহত সজীবের রুহের মাগফেরাত কামনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। তারা আশা প্রকাশ করেন, পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন ভবিষ্যতেও এভাবেই সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।