নাটোরের বড়াইগ্রামে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতিসহ দুজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা ভূগোল মোড়ে এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহতরা হলেন- উপজেলা দীঘলকান্দি গ্রামের কলিম উদ্দিনের ছেলে ও বড়াইগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দুলাল হোসেন (৫৫) ও সাইদুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাকসা ভূগোল মোড়ে দ্রুতগতির একটি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় কাদাপানি ছিটকে পাশের মুদিখানা দোকানে পড়ে। এ বিষয় নিয়ে তাৎক্ষণিক উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে দুপুরে খাকসা ভূগোল মোড়ে আপস মিটিং বসে।
এ সময় মোটরসাইকেলে আকস্মিকভাবে আরও দুজন সঙ্গীসহ যুবলীগ কর্মী দিঘলকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন সেখানে আসেন। মনির হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত।
এ সময় সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে মনির ও তার সঙ্গীরা দুলাল ও সাগরকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা দুলাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার কল দিলেও মনির হোসেনের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।