close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বড়াইগ্রামে দেশীয় মদসহ আওয়ামী লীগ নেতা আটক

Belhaj Badhon avatar   
Belhaj Badhon
বড়াইগ্রামে দেশীয় মদসহ আওয়ামী লীগ নেতা আটক

নাটোরের বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসাহাক আলী মোল্লা (৫৮) কে চোলাই মদসহ আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীকোল বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটক ইসাহাক আলী মোল্লা উপজেলার মাড়িয়া গ্রামের আজিজুল হক মোল্লার ছেলেস্থানীয়রা জানান, সোমবার দুপুরে তিনি লক্ষ্মীকোল বাজারে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা দেখতে পেয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগে রাখা বোতলে চোলাই মদ পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, তার কাছে আধা লিটার চোলাই মদ পাওয়া গেছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।।

No comments found