বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৪ আগষ্ট) সকাল থেকে উপজেলা সদর রায়েন্দা শহরের দোকানপাট, স্কুল,কলেজ বন্ধ রয়েছে। চলছেনা কোনো ধরনের যানবাহন। এছাড়াও উপজেলা অন্যান্য বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে এই দাবিতে। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল করা না হবে,ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকার ঘোষণা দিয়েছেন শরণখোলা উপজেলা সর্বদলীয় জোট।
এ বিষয়ে শরণখোলা উপজেলা সর্বদলীয় জোটের আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো.আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,১৯৭৩ সাল থেকে বাগেরহাটে চারটি আসন রয়েছে। কিন্তু বর্তমান সিইসি ভারতীয় সিদ্ধান্তে সেই আসন কমিয়ে তিনটি আসন করেছেন যেটা বাগেরহাট জেলাবাসী কিছুতেই মেনে নিবেন না। তিনি বলেন,সিইসি তার এমন হটকারি সিদ্ধান্ত পরিবর্তন না করলে অচিরেই কেন্দ্রীয় নির্বাচন অফিস ঘেরাও করা হবে।
এসময় শরণখোলা উপজেলা জামায়েত ইসলামি,ইসলামি আন্দোলনের নেতারা উপস্থিত থেকে হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করতে বিভিন্ন সড়কে অবস্থান নেন।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।
আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।