close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাগেরহাটের ৪টি সংসদীয আসন পূর্ণবহালের দাবিতে হরতাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালি..

সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান avatar   
সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান
****

বাগেরহাট  প্রতিনিধি 
‎বাগেরহাট জেলার সংসদীয় ৪টি আসনের ১টি আসনকে বিলুপ্তি করে ৩টি আসন করার প্রতিবাদে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  কর্মসূচি পালিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গতকাল রবিবার (২৪আগস্ট) সকাল ৮টায় সময় পূর্ব ঘোষিত হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাটাখালি চত্বরে বক্তব্য রাখেন  বিএনপি'র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন

পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন,বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিম সমাদ্দার, বাংলাদেশ জামায়াত ইসলামীর, জেলা জামায়াতের আমির মাও.রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ প্রমূখ। এ সময় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম  বলেন, বাগেরহাটের সকল স্কুল কলেজ বেসরকারি সরকারি প্রতিষ্টান  দোকানপাট বন্ধ রাখার আহ্বান করা হয়েছে। বাগেরহাটের ৪টি আসন পূর্ণবহালের ডাকে সাধারণ জনগণ  সাড়া দিয়েছে। এসময় বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক  এম এ সালাম  ব্যক্ত কন্ঠে  হুশিয়ারি করে বলেন  আগামী ২৫ আগষ্ট নির্বাচন কমিশনের শুনানীতে যদি বাগেরহাটের ৪ আসন পূনঃবহাল করা না হলে তাহলে বাংলাদেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন করে দেওয়া হবে। জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ বলেন এটা কোন দলীয় কর্মসূচি

নয় এটা বাগেরহাটবাসির প্রাণের দাবি খাজা খান জাহান আলী  পটভূমির চারটি আসন ফিরে পেতে আমাদের এই অবরোধ হরতাল কর্মসূচি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে তিনি বলেন। কয়েকজন পথচারী ও হরতাল অবরোধকারীদের কাছ থেকে জানা যায় এই হরতাল অবরোধে মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ায় পথচারী সীমাহীন দুর্ভোগে পড়েছে। বাগেরহাট জেলা ব্যাপী হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সকল শ্রেণির পেশাজীবি ট্রাক, বাস লরি চালকরা স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়ে অংশ গ্রহণ করে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন।  পথচারী তরিকুল বলেন নির্বাচন কমিশনারের উচিত বাগেরহাট বাসীর যৌক্তিক দাবি  আলোচনা সাপেক্ষে সমাধান করে। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

Nema komentara