বাগেহাটের রামপালে ঘের থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান avatar   
সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান
****

রবাগেরহাটপ্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে একটি মৎস্যঘের থেকে অজ্ঞাত এক মহিলার (বয়স আনুমানিক ৪৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘেরে লাশ ভাসতে দেখে রামপাল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রামপাল থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, "উক্ত মহিলার পরিচয় কেউ জানলে দ্রুত রামপাল থানার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।" ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments found