রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর শিবপুরে বাবার জানাজায় অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দী ও নিষিদ্ধ ঘোষিত শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে কঠোর পুলিশ পাহারায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।
উপজেলার চক্রদা ইউনিয়নের আশরাফপুর গির্জাপাড়া গ্রামের প্রয়াত আব্দুল হাই খোকা ভূইয়ার ছেলে ফাজায়েল ভূইয়া। জানাজায় অংশ নেওয়ার সময় তাকে হাতকড়া পরা অবস্থায় দেখা গেলেও শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, “জানাজার সময় তার একটি হাতকড়া খুলে দেওয়া হয় এবং পুরো সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।”
জানাজা ও দাফন শেষে বিকেলে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।