এসময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়ের নগদ ১৫৭০ টাকা, একটি অপ্পো মোবাইল ফোন ও ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মাহমুদুল হাসান। এর আগে, রাতে আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক টিটুর বিরুদ্ধে এর আগে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।