close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আশুলিয়ায় জাল টাকা উদ্ধার

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
হৃদয় শিকদার : আশুলিয়া

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল টাকা  নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটকের সময় তাদের কাছে   ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট পাওয়া যায়।..

এর আগে বুধবার (২৭ আগস্ট) আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়ন এর  মিজানুর রহমানের ৫ তলা ভবনে অভিযান চালিয়ে ভবনের ৪র্থ তলার  ফ্লাট নং (৪-সি) থেকে চার লক্ষ (৪০০০০০) জাল টাকা সহ তাদেরকে আটক করে  পুলিশ। আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে  জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এই  তথ্যের  ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে  ১০০০ টাকা মূল্যের ৪০০টি নোট 
(৪০০০০০) লক্ষ টাকার জাল নোট উদ্ধার  করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদা সহ দুইজনকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের আদালতে প্রেরন করা হয়েছে। 

No comments found