গ্রেপ্তার মনির বেপারী আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার বেপারীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, কৃষক লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।