close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আশুলিয়ায় বিপুল পরিমান অবৈধ সিগারেট সহ আটক ২

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
হৃদয় শিকদার: আশুলিয়া 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিকেলে আশুলিয়ার বাইপাই..

আটককৃতর হলো- টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কয়ড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৫৫) ও একই থানার বানদেরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২)।

যৌথ বাহিনী জানায়, বুধবার বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল পরিচালনাকালে জামগড়া আর্মি ক্যাম্পের একটি দল ২জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। তারা একটি অটোরিকশায় করে শুল্ক ফাঁকি দেয়া অবৈধ নকল সিগারেট পরিবহন করছিল।
পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি গুদামের অবস্থান সম্পর্কে জানা যায়। পরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে উক্ত গুদাম থেকে মোট ৩৮১০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments found