close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আসামি অপুর ভিডিও জবানবন্দিতে গুলশানের চাঁদাবাজির ঘটনায় প্রধান নির্দেশনায় ছিলেন উপদেষ্টা 'আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া'।..

HasanHadi avatar   
HasanHadi
অপুর ভিডিও টি কি সেচ্ছায় করেছিলো?
অপু যা বলেছে ভিডিও জবানবন্দি তে তা-ই কি সত্যি?
অন্য কোনো রাজনৈতিক দলের সাথে অপুর সম্পৃক্ততা কি আছে?
ইশরাক হোসেন এর বাসায় কেনো ভিডিও রেকর্ড করা হলো?
..

দুপুর থেকে অনেককে দেখতেছিলাম চাঁদাবাজির দায়ে অভিযুক্ত জানে আলম অপুর একটি ছবি নিয়ে বিতর্ক করতেছে। ছবিটা যে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসাতেই তোলা, সেটা অনেকে এড়িয়ে যাবার চেষ্টা করতেছিলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইশরাক হোসেনের পারিবারিক একটি ছবির সূত্র ধরে তথ্যগুলো মিলিয়ে দেখি।

এছাড়াও আওয়ামলীগ সরকার আমলে ইশরাক হোসেনের বাসায় পুলিশি অভিযানের সময়ের কিছু ফুটেজ ও তার মায়ের সেসময়কার দেওয়া কিছু স্টেটমেন্টের ফুটেজ দেখেও ছবিগুলো মিলিয়ে দেখেছি।

আসুন, একে একে সবগুলো ক্লু মিলিয়ে দেখি।

দুটি ছবির সোফা, বাসার পর্দা, ফ্লোর টাইলসের ডিজাইন, সোফার কুশনে ভালো করে চোখ বুলালেই বুঝতে আর বাকি থাকে না, ছবি দুটি জনাব ইশরাক হোসেনের বাসাতেই তোলা।

এখন প্রশ্ন হলো, জানে আলম অপু সেসময়টাতে চাঁদাবাজির অভিযোগের পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। তাকে ইশরাক হোসেন কেন তার বাসায় নিয়ে গেলেন?

তাকে কেন আশ্রয় দিলেন? 

তার থেকে কেন ভিডিও স্টেটমেন্ট নিতে গেলেন নিজেরাই আগ্রহভরে?

ইশরাক হোসেনের এখানে ইন্টারেস্ট কিসে?

এছাড়াও জানে আলম অপুর ধারণ করা একটি ভিডিও স্টেটমেন্টের ব্যাকগ্রাউন্ডে একজন ব্যক্তিকে কয়েকবার কথা বলতে বা নির্দেশনা দিতে শোনা যায়।

সেই ব্যক্তিটি ইশরাক হোসেনের মালিকানাধীন একটি টিভি চ্যানেলের সাংবাদিকের কন্ঠ বলে নিশ্চিত হয়েছি এটার ফরেনসিক বিশ্লেষণ করে। সেই ভিডিওটাও আসছে......!

এস.এম হাসিবুল হাসান হাদী 

আই নিউজ বিডি 

No comments found