আজ সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
বিবৃতিতে জানানো হয়, দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতারের এমন সিদ্ধান্ত এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে—যখন ইরান সতর্ক করে দিয়েছে, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব তারা দেবে উপযুক্তভাবে।
এর আগে, কাতারে অবস্থানরত নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্কতা জারি করে। তারা নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে বাসায় অবস্থান করার পরামর্শ দিয়েছে।



















