বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে জমি জমা বিরোধে আমতলী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উত্তর টিয়াখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর টিয়াখালী গ্রামের মৃতঃ কাঞ্চন আলী মৃধার কন্যা নাছিমা বেগমের সাথে স্থাণীয় মো. নয়া মিয়া মল্লিক (৪০) আতাহার মল্লিক(৫৫) ছোবাহান মল্লিক (৬০) নাছিমা বেগমের পৈত্রিক সম্পত্তিতে জোর করে হালচাষ শুরু করেন। এ সময় নাছিমা বেগম বাধা দিলে সে¦চ্ছাসেবক লীগ নেতা মো. নয়া মিয়া মল্লিকের নেতৃত্বে নাছিমা বেগম(৩৯)কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তখন নাছিমা বেগমের ডাকচিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে নয়া মিয়া মল্লিক তার লোকজন নিয়ে চলে যায় । স্থাণীয়রা নাছিমা বেগমকে উদ্দার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, নাছিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিন্থ পাওয়া গেছে । যথাযথ চিকিৎসা চলছে।
আহত নাছিমা বেগম আমতলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কান্না জড়িত কন্ঠে বলেন , আমরা তিন বোন আমাদের কোন ভাই নাই। আমার দাদা মারা যাওয়ার পর আমার দাদী অন্যত্র বিবাহ বসছে সেই ঘরের সন্তানরা আমাদের পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করতে দিচ্ছেনা জোর করে ভোগ দখল করছেন। এমনকি আমার বাবার ঘরটিও দখল করে বসবাস করছেন।
এ ঘটনায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে সালিসগন জমি মাপিয়া আইল সিমানা দিয়ে দিয়েছে। কিন্তু নয়া মিয়া গংরা সেই আইল সিমানা ফালাইয়া দিয়া জোর করে জমি ভোগ দখল করছেন । আমি বাধা দিতে যাওয়ায় আমাকে একা পেয়ে সন্ত্রাসীরা মারধোর করে আহত করে আমি এ ঘটনার বিচার চাই।
স্থানীয় সালিশ মো. আমিনুল মৃধা বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে নাছিমা বেগমের পৈত্রিক সম্পত্তি মাপিয়া আইল সিমানা দিয়ে দেওয়া হয়েছে। সেই আইল সিমানা ভেঙ্গে নাছিমা বেগমের পৈত্রিক সম্পতি জোর করে ভোগ দখল করছেন নয়া মিয়া মল্লিক। নাছিমা বেগম বাধা দিতে গেলে তাকে মারধোর করে আহত করার সংবাদ শুনেছি।
এ ব্যাপারে সে¦চ্ছাসেবক লীগ নেতা মো. নয়া মিয়া মল্লিকের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম বলেন , এখনো এ বিষয় কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found