close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে প্রকল্পের অবহিত করন সভা 

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।


 আমতলীতে বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায়  বেসরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদের  বাস্তবায়নে  সাইক্লোন রেডিনেস কমিউনিটি প্রিপ্রারেডনেস(সি আরসিপি) প্রকল্পের অবহিত করন সভা  এন এস এস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান।
 বিশেষ অতিথি ছিলন  আমতরী সরকারী কলেজের (অবঃ) অধ্যাপক মো. আনোয়ার হোসেন আকন. উপজেলা ঘর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ পরিচালক মো. আসাদুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার মো. শফিউল আলম. উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল,  সাংবাদিক মো. জাকির হোসেন,  একেএম খায়বুল বাশার বুলবুল,মো. জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ. আবু সাইদ খোকন    প্রমুখ । সভায় সরকারী বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহন করেন।   অবহিত করন সভায় উপজেলার দুর্যোগপ্রবন গুলিশাখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৫টি সাইক্লোন শেল্টার মেরামত. দুর্যোগকালীন সময়ে নারী পুরুষ ও বয়স্ক  প্রতিবন্ধী মানুষরা যাতে আশ্রয় নিতে পারে সে বিষয় কাজ    করার বিষয় অবহিত করেন।         

No comments found