close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****

  বরগুনার আমতলীতে বাল্য বিবাহ ও  শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ও অপুষ্টি মুক্ত গ্রাম  ঘোষনা  করা হয়েছে।  সোমবার বেলা ১১ টায় বেসরকারী সংস্থা এনএসএস ও  ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে  আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রেকনুজ্জামান খান এঘোষনা প্রদান করেন।


বেসরকারী সংস্থা এনএসএসএর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রেকনুজ্জামান খান।

 বিশেষ অতিথি ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক হাসান, আমতলী থানার ওসি তদন্ত সাইদুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা  তন্ময় কুমার দাস , বাসস বরগুনা জেলা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম সিকদার, আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু সাইদ খোকন,ওর্য়াল্ডভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার জানান,আমতলী এপির আওতায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও আমতলী পৌরসভাকে বাল্য বিবাহ মুক্ত  ঘোষনা । উপজেলার চরপাড়া গ্রামকে অপুষ্টি মুক্ত গ্রাম,লোচা, মহিষডাঙ্গা ঘোপখালী, পশ্চিম চিলাগ্রামকে পরিবেশ বান্ধব ঘোষনা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন এবং সমšি¦ত সবুজ বিদ্যালয়  ঘোষনা করার জন্য এনএসএস ও ওর্য়াল্ড ভিশন বছরের প্রথম থেকে কাজ করে যাচ্ছে। 

 

No comments found