close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমতলীর  সোনাখালী স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****


বরগুনার  আমতলীর উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি (এডহক) কমিটির সভাপতি মো. ফিরোজ আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মো. জহিরুল ইসলাম মামুন( ভিপি মামুন) আহবায়ক (ভারপ্রাপ্ত) আমতলী উপজেলা বিএনপি।শনিবার (১৬ আগস্ট) কলেজ হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করে জহিরুল ইসলাম মামুন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রীম কোর্ট এবং সাবেক আহŸায়ক আমতলী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (বরিশাল বিভাগ)
মো. মঈন উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহŸায়ক আমতলী উপজেলা যুবদল ও চেয়ারম্যান বিআরডিবি আমতলী, বরগুনা।  তিনি বক্তব্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে এ  বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” মো. ফারুক হোসেন মৃধা, আহŸায়ক আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি ,ডা. মো. জসিম উদ্দিন, সদস্য সচিব আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি আ. বাতেন দেওয়ান, সিনিয়র যুগ্ম আহŸায়ক আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি বক্তব্যে  মো.মনিরুল ইসলাম লিটন বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে আজকে মুক্ত নিশ্বাস নিচ্ছি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডি (এডহক) কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ আলী। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির শিক্ষক প্রতিনিধি মো. জসীম উদ্দিন, অভিভাবক সদস্য মো. আবুল কাসেম, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডির ভূমিকা অপরিসীম। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতি ফিরোজ আলমের নেতৃত্বে উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
শুভেচ্ছা বক্তব্যে মো. ফিরোজ আলম বলেন, তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনবেন। এর বাস্তবায়নে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের আয়োজন করেন উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
  

No comments found